০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আ’লীগ নিষিদ্ধের গণজমায়েত

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এবার গণজমায়েত

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ২২০ Time View

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন ‘জুলাই জনতা’। তাদের সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

আজ শনিবার (১০ মে) রাত ৯টার দিকে সেখানে অবস্থান নেন তারা। এই গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে। তারই অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

এরও আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

সেই ঘোষণার অংশ হিসেবে শনিবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানান স্লোগান দিতে থাকেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরকীয়ায় মা ও মেয়ে হত্যার রহস্য উন্মোচন করলো পুলিশ

আ’লীগ নিষিদ্ধের গণজমায়েত

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এবার গণজমায়েত

Update Time : ১১:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন ‘জুলাই জনতা’। তাদের সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

আজ শনিবার (১০ মে) রাত ৯টার দিকে সেখানে অবস্থান নেন তারা। এই গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে আমরা শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করবো। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়া হবে। তারই অংশ হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

এরও আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

সেই ঘোষণার অংশ হিসেবে শনিবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানান স্লোগান দিতে থাকেন তারা।