নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে এক দরিদ্র পরিবারের জমি বর্তমান প্রভাবশালীরা জোড়পূর্বব দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা ও ভূক্তভোগী সূত্রে জানাযায়, গত ৮ই মে সকাল ১১টায় শিবালয় উপজেলার কামার ভাকলা গ্রামের আব্দুর রহিমের বসত বাড়ি মনছের আলী, তমছের আলী,চান্দা মিয়া ও ইসমাইলসহ ১৫/২০ জন বর্তমান প্রভাবশালীর একটি গ্রুপ ভাংচুর করে দখলে নিয়ে বাড়ির উপর দিয়ে রাস্ত বানিয়েছে। প্রভাবশালীরা ইতিপূর্বেও দখল নেওয়ার চেষ্টা করলে আব্দুর রহিম এলাকার লোকজন নিয়ে মিমাংসার জন্য এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যানের দ্বারে ঘুরেও সমাধান পায়নি। বাধ্য হয়ে পরে আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনে ১৪৪/১৪৫ ধারর মামলা করেন। আইন অমান্য করে বর্তমান প্রভাবশালী বসতবাড়ি ভাংচুর ও জমি দখল করে।
এ বিষয়ে জানার জন্য উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানের মোবাইলে বেশ কয়েক বার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।
Reporter Name 












