নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে টহল তদারকি কার্যক্রমসহ শিবালয়ের আরিচা-পাটুরিয়া নৌপথ এলাকা পর্যবেক্ষণ শুরু করেছে সেনাবাহিনী।
মানিকগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রাফিউল চৌধুরীর নেতৃত্বে পর্যবেক্ষণ দলটি মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করে।
মানিকগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রাফিউল চৌধুরী সাংবাদিকদের জানান, ঈদের আগে ৪ দিন ও পরের ৩ দিন সেনাবাহিনী সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি চলবে। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তাসহ যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালালচক্র বা অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী। তারা যাত্রীদের সঙ্গে কথা বলে পরিবহনের ভাড়া যাচাই করছেন। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এ রুটের যাত্রী ও স্থানীয়রা।
পদ্মা-যমুনার মানিকগঞ্জ অংশে পশুবাহী ট্রলারের নিরাপত্তা টহল কার্যক্রম বৃদ্ধি করেছে শিবালয় থানা পুলিশ। নৌথানা পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা এতে সহায়তা করছেন।
Reporter Name 









