সিয়াম আহম্মেদ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো”এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২”এর ক্যাম্পেইন কার্যক্রম। কৃষি বিষয়ে তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষি ধারণা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে কৃষি বিষয়ে সচেতনতা গড়ে তোলাই এই অলিম্পিয়াড এর মূল লক্ষ্য।
উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় ও বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় এ ক্যাম্পেইনে এর মাধ্যমে শুরু হয়েছে প্রচারণা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম।এগ্রিকালচারাল অলিম্পিয়াড মানিকগঞ্জ জেলার টিম লিডার মাহিয়া আরমিন কথা বলেন, “আমরা বিশ্বাস করি কৃষিই বাংলাদেশের মূল শক্তি। এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা তরুণদের কৃষি সম্পর্কে নতুন চিন্তা, গবেষণা ও উদ্ভাবনে উদ্বুদ্ধ করতে চাই”। আগামী দিনগুলোতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে এবং নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া মানিকগঞ্জ জেলা অলিম্পিয়াডের সদস্য তাসমিয়া আফরিন হিমিকা বলেন, “এটি শুধুমাত্র একটি অলিম্পিয়াড নয়, বরং কৃষি নিয়ে ভাবনার নতুন একটি ধারা।আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং টেকসই কৃষির দিকনির্দেশনা তরুণদের হাতে তুলে দেয়াই আমাদের লক্ষ্য”।। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে – জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ-৮ম শ্রেণী বা সমমান, সেকেন্ডারি ক্যাটাগরি : ৯ম-১০ম শ্রেণী বা সমমান এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি : একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান। জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে ১০ লাখ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে পরিদর্শনের সুযোগ ও রিফ্রেশমেন্ট ট্যুর। চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার টাকা, ল্যাপটপ শিক্ষা সফরসহ নানা উপহার।রানার্স-আপদের জন্যও থাকছে নগদ অর্থ, স্মার্ট ডিভাইস, শিক্ষা সফর ও অন্যান্য পুরস্কার। এছাড়াও আয়োজক কমিটি পক্ষ থেকে আরো জানানো হয়- কৃষি আমাদের দেশের প্রাণ, আর তরুণদের মেধা ও আগ্রহ দিয়েই ভবিষ্যতের টেকসই কৃষি নিশ্চিত হবে। এগ্রিকালচারাল অলিম্পিয়াড সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এগ্রিকালচারাল অলিম্পিয়াড তরুণদের মেধা বিকাশ, উন্নত পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে আসছে।
Reporter Name 









