নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক, মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৬সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শিবালয়ের উথুলী ফুটবল খেলার মাঠে বিএনপি নামধারী সন্ত্রাসী জাহিদ গং এ হামলার ঘটনা ঘটিয়েছে। রাতেই আহত সাংবাদিক আকমল হোসেন শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ প্রেসক্লাব থেকে বের হয়ে বাড়ি যাওয়ার সময় শিবালয় উপজেলার উথলী ফুটবল খেলার মাঠে বন্ধুদের সাথে কথা বলতেছিলেন। এ সময় বিএনপির নামধারী সন্ত্রাসী জাহিদুর ইসলাম সাদ্দাম হোসেন ও আল আমীনসহ ১০/১২ জন সঙ্গী নিয়ে আকস্মিকভাবে আক্রমণ চালায়। সাংবাদিক আকমল হোসেন ও তার বন্ধু সাইফুল ইসলাম বিল্টু কে আক্রমন করে। উগ্র মেজাজে বিএনপি নেতাদের গালি-গালাস করতে থাকে। এক পর্যায়ে বিল্টুর প্রাইভেটকার ভাংতে যায়। এসময় মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগী জানান,”সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমার উপর হামলা করেছে। আমি প্রাণনাশের হুমকিও পেয়েছি। এ ঘটনায় আমি ও আমার পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।” মামলা করার পর বিএনপি নামধারী সন্ত্রাসী জাহিদের জন্য বিএনপির জিন্নিাহ গ্রুপের একাংশ নেতা-কর্মী তার পক্ষে সুপারিশ ও তৎবির করছেন তাকে রক্ষা করার জন্য।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সাংবাদিক আকমল হোসেন একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম এবং স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের সভাপতি-দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক-দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক মোঃ আকরাম হোসেনসহ কর্মরত সাংবাদিকরা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন।
Reporter Name 












