নিজস্ব প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় ইসলামী ব্যাংকের সামনে “গ্ৰাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রার্থী” যৌথ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের মানিকগঞ্জ শাখার গ্ৰাহক এডভোকেট আনোয়ার হোসেন,মোঃ নুরুল ইসলাম,মাসুদুর রহমান মাসুদ,কাজী নূর মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট শফিকুল ইসলাম জসিম প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের প্রভাবের মাধ্যমে ইসলামী ব্যাংকে অযোগ্য ও এলাকার ঘনিষ্ঠ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের মেধাবী চাকরিপ্রার্থীদের প্রতি চরম অবিচার। তারা বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকে এমন অনিয়ম চলতে পারে না।
বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
Reporter Name 








