নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক আকমল হোসেন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সম্পাদক পরিষদের কার্যালয়ে প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিতে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের উপর হামলা মানেই বাকস্বাধীনতার প্রতি সরাসরি আঘাত।
গত ২৬ সেপ্টেম্বর রাত ৮টার পর শিবালয়ের উথুলী ফুটবল খেলার মাঠে বন্ধুদের সাথে কথা বলার সময়য় পূর্বপরিকল্পিত ভাবে আকমল হোসেনের ওপর হামলা চালানো হয়। বিএনপি নামধারী বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে । এ ঘটনায় মামলা হলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে সম্পাদক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপারের বরাবর একটি স্বারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সহসভাপতি মাহবুল আলম জুয়েল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।
Reporter Name 









