নিজস্ব প্রতিবেদক : শিবালয়ে বর্তমান প্রভাবশালী ব্যক্তিরা নদীর মাঝে বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে মাটি কাটছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন ম্যানেজ করেই মাটি কাটছে এমনটাই জানান এলাকাবাসী। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রমনের শিকারও হয়েছেন বলে ভয়ে কেউ মূখ খুলছে না।
এলাকাবাসী জানান, শিবালয় উপজেলার উথলী-জাফরগঞ্জ সড়কের পাশে বাসাইল, কলাবাগান এলাকায় যমুনা ও ইছামতি নদীর সংয়ুক্ত কান্তাবতী নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহের গতি রোধ করে এ মাটি কাটা হচ্ছে। গত এক মাস ধরে নদীর পাড়ে মাটি কাটছে। বর্তমান সময়ে বিএনপি’র ইউনিয়ন-ওয়ার্ড কমিটির পদ-পদবীতে থাকা নেতা-কর্মীরা রাতের আধারে মাটি কাটার সাথে জরিত।
নাম প্রকাশ না করার শর্তে এক জন বলেন, মাটি কাটার বিষয়ে এক জন প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। যে কারণে ভয়ে কেউ মুখ খুলে না। নদীতে বাঁধ দেওয়ার কারণে যমুনা নদীর পানি ইছামতি নদীতে প্রবাহিত হচ্ছে না। কান্তাবতী নদী পারের হাজারো মানুষ পানির সমস্যায় ভূগছেন।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন অগ্নিবিন্দু’কে জানান, নদীর মধ্যে বাঁধ দিয়ে যদি কেউ মাটি কাটে, তাহলে আমরা দেখে সেটা অপসারণ করবো। আপনাদের সাথে যোগাযোগ করেই মাটি কাটা হচ্ছে এমন প্রশ্ন করলে, তিনি তা অস্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
Reporter Name 









