নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ না করে গ্রাহকের নিকট হতে কোটি কোটি টাকা বিল আদায়ের অভিযোগ ও অবৈধ ভাবে গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আরশেদ আলী।
আজ বুধবার (২৮ মে ) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগীদের পক্ষে মোঃ আরশেদ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, এ জেলার ১২ হাজার গ্রাহক বিগত ১০/১২ বছর থেকে গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। গ্যাস না পেয়েও গ্ৰাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন,জনস্বার্থে ২০২২ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। এ বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মানিকগঞ্জ অফিস গ্যাস নাইন গণহারে অবৈধভাবে বিচ্ছিন্ন করে যাচ্ছে। সম্প্রতি ২০২৪ সালের ফ্রেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির উপস্থিতিতে গণ শুনানির পর গ্যাস কর্তৃপক্ষকে বিরাজমান সংকট নিরসনের জন্য অতিসত্বর গ্রাহকদের নিকট থেকে বিল আদায় স্থগিত রাখতে আদেশ দেন। তিনি বলেন,সে আদেশ তামিল না করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণ হারে মানিকগঞ্জ শহরের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করিতেছে।যা নিয়ম বহির্ভূত জনস্বার্থের পরিপন্থী।আমরা এ বিরাজমান পরিস্থিতি থেকে মুক্তি চাই।
Reporter Name 









