নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় তীব্রস্রোতে নদী ভাঙ্গনের কারণে লঞ্চ পন্টুনে উঠা-নামার স্টীল জেটি মঙ্গবার সকালে নদীতে ধসে পড়েছে। পাটুরিয়া লঞ্চ ঘাটে দু’টি স্টীল জেটির মধ্যে উত্তর পাশ্বের একটি জেটি নদীতে ধসে পড়েছে। দক্ষিণ পাশ্বের আরেকটি জেটি নদী ভাঙ্গনের ঝুকিতে রয়েছে। এমতাবস্থায় লঞ্চ ঘাটটি অন্যত্র স্থানান্তিরিত করেছে বলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে।
জানাযায়, রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ। যদিও পদ্মা সেতু হওয়ার পরও এ নৌপথে অসংখ্য যাত্রী যাতায়াত করে থাকে। লঞ্চ ঘাটের জেটিটি নদীতে ধসে পড়ায় যাত্রীদের নিরাপদে লঞ্চে উঠা-নামা করায় অসুবিধা হচ্ছে।লঞ্চ ঘাট আগের স্থান থেকে সরিয়ে নেয়ায় প্রায় হাফ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাত্রীদেরকে লঞ্চে উঠা-নামা করতে হচ্ছে।
লঞ্চ মালিক সমিতির সদস্য মো. লিটন মিয়া জানান, আজ সকালে ১টি জেটি নদীতে ধসে পড়ে। আরেকটি জেটি ঝুকিপূর্ণ হয়ে পড়লে কর্তৃপক্ষ লঞ্চ ঘাটটি প্রায় হাফ কিলোমিটার দুরে স্থানান্তর করা হয়েছে। করার সিদ্ধান্ত নেন।
বিআইডব্লিউটিএ’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জানান, নদীতে প্রবল স্রোতের কারণে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটের দু’টি জেটির একটি জেটি নদীতে ধসে পড়েছে। বিষয়টি আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভাঙ্গনকবলিত এলাকায় পানি অনেক বেশী তাই এখন এখানে ভাঙ্গন রোধ করা কঠিণ ব্যাপার এবং জেটিটি এখন মেরামত করা সম্ভব নয়। তবে বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। লঞ্চ ঘাটটি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। শুস্ক মৌসুম ছাড়া এ স্টীল জেটি মেরামত করা সম্ভব নয় বলে তিনি জানান।
Reporter Name 









