নিজস্ব প্রতিনিধি :গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের শিবালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শিবালয় উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, সাপ্তাহিক অগ্নিবিন্দু’র সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক সমিতি শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরাঞ্জন সুত্রধর, , সাংবাদিক কোহিনুর ইসলাম, আকাশ চৌধুরী, শামীম মিয়া, লিটন আহম্মেদ ও ইমরান নাজির প্রমুখ।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা তাদের নিজের কথা বলেন না। এরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে দেশ ও মানুষের কল্যানের জন্য নিস্বার্থভাবে কাজ করে থাকে। সেই কাজ করতে এসে যদি সাংবাদিকদের প্রাণ দিতে হয় তাহলে আমরা কেমন সভ্য এবং স্বাধীন দেশে বাস করছি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটি খুবই লজ্জা ও দুঃখজনক। গাজীপুরে সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে নিশংসভাবে হ-ত্যা করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনসহ দৃত আসামীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
Reporter Name 









