নিজস্ব প্রতিনিধি :মানিকগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা শহরের কালেক্টর মসজিদের দোতলায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ নাসির উদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুফতি শাহ সাঈদ নূর, ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইমরান নুরুদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এনপিআই’র প্রিন্সিপাল প্রকৌশলী ড.ফারুক হোসেন,কোর্ট মসজিদের খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, পশ্চিম সেওতা জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন ফরাজী,সহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে মোট ১৫৯ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। তন্মধ্যে ৩০ জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয় এবং অনুষ্ঠানের শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করার আগ্রহ বৃদ্ধি ও কোরআনের চর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Reporter Name 








