নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের আইরমাড়া-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বেলা তিনটায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মিতরা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
আইরমাড়া-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় অংশ নেয় আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ, বালুরচর সিংগাইর এবং মানিকগঞ্জ ভ্রমর একাদশ।
শুরুতে টসে জিতে আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ বালুরচর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ২৫০ রান করে। জবাবে সব ওভার শেষে রান তাড়া করে মাঠ ছাড়ে মানিকগঞ্জ ভ্রমর একাদশ।
তিন ম্যাচে ১২২ রান করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন ভ্রমর দলের জ্যাক আরিফ। ‘সেরা বোলার’ নির্বাচিত হন আশরাফুল ইসলাম এবং ‘ম্যান অব দ্য ফাইনাল’ হন আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশের ফয়সাল আহমেদ। খেলা শেষে আইরমাড়া-মিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি শাহীনুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুন।
শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ আক্তার হোসেন মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আবুল বাসার আব্বাসী, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম, সমাজসেবক মোঃ রাজু আহমেদ, আতোয়ার রহমান, মোঃ রতন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে ওয়ালটনের ফ্রিজ ও স্মার্ট টেলিভিশনসহ পুরস্কার বিতরণ করেন।
Reporter Name 









