নিজস্ব প্রতিনিধি : মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আজ শুক্রবার ০৪ জুলাই বিকাল ৪ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোঃ আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ) প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আজাদ হোসেন খান,সাবেক পিপি ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার,পিপি ও মানিকগঞ্জ জেলা,আহ্বায়ক কমিটির সদস্য,শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোঃ রহমত আলী লাভলু এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকায়ে নুরীয়া আখতারিয়া মিতরা, মানিকগঞ্জের পীর সাহেব মাওলানা সাঈদ নূর (হাফিজাহুল্লাহ) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,তিনি মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোহাম্মদ আব্দুল মজিদ, সভাপতি, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদ ও সম্পাদক, শিক্ষক পরিষদ,ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মসজিদ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের সাবেক ভিপি খন্দকার আবু বকর সিদ্দিকি মুরাদ, সাবেক ছাত্রনেতা ওয়াহিদউদ্দিন মাবুল, শিবালয় রাশিদিয়া দাখিল মাদ্রাসা সাবেক সুপার আবু দাউদ, সাবেক ছাত্রনেতা খন্দকার তুহিন, কলেজ প্রতিষ্ঠাতার সন্তান আবু সায়েম সাগর,কলেজ ছাত্রদলের আহবায়ক শফিক আদনান, স্থানীয় ব্যবসায়ী জহির উল আলম জবান, সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায়,মোহাম্মদ আমিনুর রহমান অঞ্জন বিভাগীয় প্রধান,হিসাববিজ্ঞান বিভাগ,সাধারণ সম্পাদক,মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ জামে মসজিদ, প্রধান অতিথি মাওলানা আব্দুল মালেক (হাফিজাহুল্লাহ) তার বক্তব্যে বলেন, “মসজিদ হলো মুসলমানদের ইবাদত ও সমাজ গঠনের কেন্দ্র, এটি শুধু নামাজের স্থান নয়, বরং জ্ঞান-প্রজ্ঞা ও সমাজসেবারও কেন্দ্রবিন্দু তিনি মসজিদ নির্মাণে সকলের আর্থিক ও নৈতিক সহযোগিতা কামনা করেন। ভিত্তি ফলক উন্মোচন পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদের সফলতা কামনা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
Reporter Name 









