নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশফাক হোসেন খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি তোবারক হোসেন খান রিয়াদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা,সহকারী প্রধান শিক্ষক একেএম তারিকুজ্জামান, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য বুলবুল আহমেদসহ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
আলোচনাসভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে কথা বলেন।
Reporter Name 









