নিজস্ব প্রতিনিধি: শিবালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ডায়রি ও গাছর চারা বিতরণসহ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
সিনিয়র শিক্ষক মোঃ মোখছেদুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটি র সভাপতি মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার রাশেদ আল মাহমুদ, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক শাহজাহান বিশ্বাস, শিক্ষক মোঃ হাকিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক আকমল হোসেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মানান মল্লিক, শিবালয় উপজলা শ্রমিকদল দলের সভাপতি মোঃ ফারুক হাসেনসহ বিএনপি’র নেতা-কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে। উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি’র সভাপতি মো. শহীদুর রহমানের নিজস্ব অর্থায়নে প্রায় ৩শত শিক্ষার্থীর মাঝে স্কুল ডাইরি প্রদান করা হয়।
শিবালয় উপজলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের কোন সমস্যা আছে কি না। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কোন সমস্যা হলে আমাকে জানাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি মোঃ শহীদুর রহমান বলেন, সকলের সহযোগীতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশ ভাল করার জন্য আমার চেষ্টা থাকবে। আজ যে ডাইরি দেওয়া হলো এতে প্রতিদিনের পড়া-লেখা নিয়মিত নোট রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকরা নিয়মিত তদারকি করবেন। যাতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করছে কিনা, শিখছে কিনা সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
Reporter Name 









