নিজস্ব প্রতিবেদক : শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নে পদ্মা নদীর তীরে ভাঙ্গনের হুমকিতে পড়েছে ৩৩ নং কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পদ্মা-যমুনায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।
জানাযায়, শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নে শতাধিক বছর পুর্বে ১৯২০ সালে ৩৩ নং কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে। আশ-পাশে বিদ্যালয় না থাকায় এক সময়ে বহু দুর-দুরান্তের ছাত্র-ছাত্রীরা এ বিদ্যালয়ে লেখাপড়া করতো। আরুয়া ইউনিয়নের কুষ্টিয়া, মানদ্রাখোলা,শালজানা,দেবীনগর ও জগদদিয়াসহ ৬টি গ্রামের ছাত্র-ছাত্রীরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে। প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। পদ্মা-যমুনায় নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। দীর্ঘদিন যাবৎ নদী ভাঙ্গতে ভাঙ্গতে কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাছে চলে এসেছে। ভাঙ্গনের কবলে পড়লে যে কোন সময় বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছে এলাকাবাসী।
কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীনুর রহমান অগ্নিবিন্দ’কে জানান, আমাদের বিদ্যালয়টি ঝুঁকিপুর্ণ। যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে দেখা দিয়েছে তীব্র স্রোত। আমরা ছাত্র-ছাত্রীদের ঝুঁকির মধ্যে পড়ালেখা করাচ্ছি। বিদ্যালয়টি রক্ষার স্বার্থে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী।
আরুয়া ইউনিয়নবাসী ৩৩ নং কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও দ্রুত জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থার জোরদাবী জানান।
Reporter Name 








