আন্তর্জাতিক ডেক্স : বিভিন্ন দেশের ‘বিশেষ প্রতিভাধর ব্যক্তিদের’ দীর্ঘমেয়াদে বসবাসের জন্য ‘গোল্ডেন ভিসা’ দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঁচ থেকে ১০ বছর বসবাসের পাশাপাশি কাজ বা পড়াশোনাও করা যায়।
আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই ভিসার মনোনয়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছে।
গোল্ডেন ভিসা মূলত ৫ বা ১০ বছরের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা, যা বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের দেওয়া হয়ে থাকে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছেন:
* বিনিয়োগকারী
* উদ্যোক্তা
* বিজ্ঞানী
* কৃতিত্বপূর্ণ শিক্ষার্থী ও স্নাতক
* মানবিক সহায়তায় অবদান রাখা ব্যক্তি
* ফ্রন্টলাইন হিরো (যেমন চিকিৎসাকর্মী)
Reporter Name 















