০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৯৮ বাংলাদেশিকে আটকে দেওয়া হলো মালয়েশিয়ার বিমানবন্দরে

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ২৮২ Time View

 অগ্নিবিন্দু রিপোর্ট : ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ৯৮ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত কুয়ালালামপুর বিমানবন্দরের প্রথম টার্মিনালে তারা অভিযান চালায়।

এই সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করে তারা। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি পর্যাপ্ত ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলস্বরূপ, তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ (মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা) দেওয়া হয়।

AKSEM–এর বিবৃতিতে বলা হয়েছে: ‘আটকে পড়া যাত্রীরা সম্ভবত পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়ায় ঢুকে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন। অনেকের কাছে ছিল না সঠিক হোটেল বুকিং, রিটার্ন টিকিট বা পর্যাপ্ত অর্থের প্রমাণ।’ তারা আরও জানায়, ‘দিনের বেলায় নিরাপত্তা যাচাই কঠোর হওয়ায়, অভিযুক্তরা ভোরের ফ্লাইটে এসে প্রবেশ পরীক্ষায় ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।’

মালয়েশিয়ার সুরক্ষা সংস্থাটি জানায়, সীমান্তের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ অনুপ্রবেশ ও ভিসার অপব্যবহার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য: মালয়েশিয়ায় বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক বসবাস করছেন। অনেকেই পর্যটক ভিসা নিয়ে গিয়ে পরে অবৈধভাবে কাজ করেন—এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরকীয়ায় মা ও মেয়ে হত্যার রহস্য উন্মোচন করলো পুলিশ

৯৮ বাংলাদেশিকে আটকে দেওয়া হলো মালয়েশিয়ার বিমানবন্দরে

Update Time : ০৯:০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

 অগ্নিবিন্দু রিপোর্ট : ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটিতে প্রবেশের অনুমতি পাননি ৯৮ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামা এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত কুয়ালালামপুর বিমানবন্দরের প্রথম টার্মিনালে তারা অভিযান চালায়।

এই সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করে তারা। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি পর্যাপ্ত ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ফলস্বরূপ, তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ (মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা) দেওয়া হয়।

AKSEM–এর বিবৃতিতে বলা হয়েছে: ‘আটকে পড়া যাত্রীরা সম্ভবত পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়ায় ঢুকে অবৈধভাবে কাজ করার পরিকল্পনা করেছিলেন। অনেকের কাছে ছিল না সঠিক হোটেল বুকিং, রিটার্ন টিকিট বা পর্যাপ্ত অর্থের প্রমাণ।’ তারা আরও জানায়, ‘দিনের বেলায় নিরাপত্তা যাচাই কঠোর হওয়ায়, অভিযুক্তরা ভোরের ফ্লাইটে এসে প্রবেশ পরীক্ষায় ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।’

মালয়েশিয়ার সুরক্ষা সংস্থাটি জানায়, সীমান্তের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ অনুপ্রবেশ ও ভিসার অপব্যবহার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য: মালয়েশিয়ায় বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক বসবাস করছেন। অনেকেই পর্যটক ভিসা নিয়ে গিয়ে পরে অবৈধভাবে কাজ করেন—এমন অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই।